অচিরেই চূড়ান্ত হবে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প

অচিরেই চূড়ান্ত হবে বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প

পঞ্চগড়: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাবান্ধা পর্যন্ত রেললাইন স্থাপনের প্রকল্প অচিরেই চূড়ান্ত হবে। অন্য স্থলবন্দরের চেয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে অনেক সম্ভাবনা রয়েছে।

বাংলাবান্ধা বন্দরের সঙ্গে প্রতিবেশি বেশ কয়েকটি দেশের যোগাযোগ হচ্ছে। এই পোর্টটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের একমাত্র চতুদের্শীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেল সম্প্রসারণ করা হচ্ছে। এই স্থলবন্দর দিয়ে ভারতের শিলিগুড়ি দিয়ে অন্য দেশে রেল যোগাযোগ স্থাপনের চিন্তাভাবনা চলছে। আশাকরছি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

তিনি বলেন, বন্দরের অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তিনদিকে সীমান্ত থাকায় বন্দরের জায়গা কম। তাই অবকাঠামোসহ অন্য ব্যাপারে টেকসই চিন্তা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা প্রমুখ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন