ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রত্যাশা করেন।
বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাথালি শিউয়াখ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানান। বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে সুইজারল্যান্ড এখানে বিনিয়োগ করতে পারে বলে অভিমত প্রকাশ করেন ড. মোমেন।
বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন ড. মোমেন। তিনি জানান, গত তিন বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সুইজারল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সুইস রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা ইস্যুতে সুইজারল্যান্ড দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
সুইস রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন।