করোনা বিরতির পর শুরু হওয়া ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ ধাপ শেষ হয়েছে। ব্যক্তিগত অনুশীলনের শুরুতে না থাকলেও মাঝপথে যোগ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।
করোনাকালে বিরতির সময়টাতে টাইগারদের সাবেক ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইনে ব্যাটিং নিয়ে পরার্মশ নিয়েছেন তিনি। সেই অনুযায়ী অনুশীলনও করছেন।
বৃহস্পতিবার (২৭ অাগস্ট) মিরপুরে চতুর্থ ধাপের শেষ দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন আফিফ।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা। তবে টেস্ট সিরিজ হওয়ায় টি-টোয়েন্টি স্পেশালিস্ট আফিফের জন্য দলে সুযোগ পাওয়াটা কিছুটা কঠিন। তাই ব্যাট হাতে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি, যেন যেকোনো সময়েই ম্যাচ খেলেতে পারেন। আর সেজন্য আপতত সাবেক ব্যাটিং কোচ ম্যাকেঞ্জির দেখানো পথই অনুসরণ করছেন ২০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটস্যামন।
আফিফ বলেন, ‘লকডাউনের সময়টাতে আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করার অনেক সময়ে পেয়েছি। তো আমাদের যে সাবেক ব্যাটিং কোচ ছিলেন নেইল ম্যাকেঞ্জি, তার সঙ্গে অনলাইনে আলোচনায় ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কাজ করেছি। আর সেগুলোই আপাতত করার চেষ্টা করছি। সেগুলো ফিক্স করতে পারলে হয়তো আরও বেটার পারফর্ম করতে পারবো। ’