রংপুরের সব পর্যটন-বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে

রংপুরের সব পর্যটন-বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে

রংপুর: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রংপুরে বিনোদনপার্কগুলোতে আরোপিত নিষেধাজ্ঞা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।   স্বাস্থ্যবিধি মেনে জেলার সব পর্যটন, পিকনিক স্পট ও বিনোদন পার্ক চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জেলা প্রশাসক আসবি আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি হ্রাস ও এর বিস্তার প্রতিরোধে গত ২৪ মার্চ থেকে জেলায় সব ধরনের সমাবেশ, সেমিনার, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত ১৮ আগস্ট জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন, পিকনিক স্পট ও বিনোদন পার্কের জন্য ওই নিষেধাজ্ঞা আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এক্ষেত্রে বিভিন্ন বিনোদনপার্ক, পারিবারিক বিনোদন কেন্দ্র, জাদুঘর, বিজ্ঞানকেন্দ্র এবং অন্যান্য বিনোদন, সাংস্কৃতিককেন্দ্র ও প্রদর্শনী পরিচালনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত শর্তাবলী অব্যশ্যই সবাইকে মেনে চলতে হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি