বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের বিরুদ্ধে দুদুকের চার্জশিট 

বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের বিরুদ্ধে দুদুকের চার্জশিট 

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ আগস্ট) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দীন ঢাকার বিশেষ জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ স্বনামে/বেনামে অসাধু উপায়ে তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন।

২০১৯ সালের ২০ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মো. বজলুর রশিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

আ. লীগসহ ১১ দলের রাজনীতি নিয়ে রিট চালাবেন না সমন্বয়করা