বোমার সরঞ্জামাদিসহ আনসার আল ইসলামের  সদস্য আটক

বোমার সরঞ্জামাদিসহ আনসার আল ইসলামের  সদস্য আটক

ঢাকা: ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

আটকরা হলেন- ইনামুল হক (২৪) ও সিরাজুল ইসলাম (২৩)।

সোমবার (২৪ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহের একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইডি) জাতীয় বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এটিইউর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মো. হারুন অর রশিদ জানান, আটকরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে জিহাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। আটক ইনামুল হক পুরাতন মোবাইল ফোনের ব্যাটারি, বৈদ্যুতিক তার এবং অন্যান্য উপাদানগুলো দিয়ে শক্তিশালী বোমা তৈরির চেষ্টা করছিল।

তারা আনসার আল ইসলামের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করায় তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন