বিসিসিতে বাড়ির নকশা দাখিল করতে হবে

বিসিসিতে বাড়ির নকশা দাখিল করতে হবে

বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মাস্টার প্ল্যান বাস্তবায়ন ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় বিসিসির সাধারণ সভায় ঢাকা সিটি মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের স্থপতি হৈমন্তী শুক্লা বসু জানিয়েছেন বিসিসির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বিসিসিতে দাখিল করা সব নকশা ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বদলে ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০০৮ অনুযায়ী নকশা প্রস্তুত করে দাখিল করতে হবে।

যারা নকশা দাখিল করবেন, তাদের প্রয়োজনে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বিসিসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি