ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু

ভোলা: ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর থেকে ফেরি চলাচল শুরু হওয়ার পর
লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে কাবেরী ও কনকচাঁপা নামে দুটি ফেরি ভোলার উদ্দেশে ছেড়ে যায়।

 

এদিকে, ফেরি চলাচল শুরুর মধ্যদিয়ে ফের ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ সচল হয়েছে। তবে তিনটি ফেরির মধ্যে একটি ফেরি বিকল থাকায় দুইটি ফেরি চলছে। দুইটি ফেরি চলাচল শুরু হলেও এখনো উভয় পাড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ জট।

বিআইডব্লিউটিসি’র উচ্চমান সহকারী হেলাল জানান, বর্তমানে ভোলা অংশে ১৩০ ও লক্ষীপুর অংশে ২০০টি যানবাহন পারাপারের জন্য অপেক্ষমান রয়েছে। যানবাহনের এ জট কমতে আরও ২-৩ দিন লাগবে।

বৈরী আবহাওয়ার কারণে গত বুধবার থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ফেরি কর্তৃপক্ষ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন