উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ছোট বোন কিম ইয়ো জংকে হস্তান্তর করেছেন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব তার ছোট বোন কিম ইয়ো জংয়ের হাতে ন্যস্ত করছেন।
গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিলেন।
আরও বলা হয়, মিস কিম ইয়ো এখন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের দায়িত্ব ছাড়াও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক। এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।
এছাড়াও বেশকিছু ক্ষমতা ঘনিষ্ঠ কিছু সহযোগীকেও বুঝিয়ে দিয়েছেন কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, এখনো সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন কিম।