পাটুরিয়ায় ৫ শতাধিক পণ্যবোঝাই ট্রাক

পাটুরিয়ায় ৫ শতাধিক পণ্যবোঝাই ট্রাক

মানিকগঞ্জ: দক্ষিণ পশ্চিম অঞ্চলের পারাপারের অন্যতম নৌপথ হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া। এ নৌরুট দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার যানবাহন পারাপার হয়ে থাকে।

নদীতে স্রোত আর ফেরি সংকটের কারণে পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বিষয়টি জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পাটুরিয়া ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও উথুলী সংযোগে মোড়ে আরও দেড় শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডি জি এম জিল্লুর রহমান  বলেন, নদীতে এখনও স্রোত রয়েছে। যার কারণে ফেরি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় কোনো পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) অপেক্ষমান নেই। তবে কয়েক শতাধিক পণ্যবোঝাই ট্রাক নৌপথ পারের অপেক্ষায় আছে। বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারে নিয়োজিত আছে বলেও জানান তিনি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি