দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, প্রচণ্ড বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ছোট লঞ্চ এবং সকাল ৮টা থেকে বড় লঞ্চসহ এ নৌরুটে চলাচলকারী ১৯টি লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

দৌলতদিয়া কার্যালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, গত দুই দিন ধরে পদ্মা নদীর পানি আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে পদ্মা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে, সঙ্গে প্রচণ্ড বাতাস। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক আফতার উদ্দীন বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এমন পরিস্থিতিতে ফেরিতে নৌরুট পারাপারের জন্য অনুরোধ জানান এই কর্মকর্তা।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত