চালের আড়তে অভিযান, জরিমানা

চালের আড়তে অভিযান, জরিমানা

সরেজমিন দাম যাচাই করতে চট্টগ্রামে চালের বৃহত্তম পাইকারি আড়ত খাতুনগঞ্জের চালপট্টিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বেশি দামে চাল বিক্রি, মূল্যতালিকা না টাঙানো, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চালপট্টিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

বন্যার অযুহাতে চালের দাম বৃদ্ধির অভিযোগ পেয়ে চালপট্টিতে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় ৫০ কেজি আতপ ১৮২০, বেতি ১৯০০, ২৫ কেজির পাইজাম ১১৫০, চিনিগুরা ২২০০, জিরাশাইল ২৪৫০ এবং বালাম সিদ্ধ চাল ১৮০০ টাকায় বিক্রি হচ্ছিলো।

অভিযানে কয়েকটি দোকানে বেশি দামে চাল বিক্রি, মূল্যতালিকায় কম দাম লিখে বিক্রির সময় বেশি দাম রাখা, দামের রশিদে কারচুপিসহ স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।

এই কারণে বাবুল ট্রেডার্সকে ১০ হাজার, সাদ ট্রেডার্সকে ১০ হাজার, জাফর ট্রেডার্সকে ৩ হাজার এবং ফরিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি