ক্যালিফোর্নিয়ায় দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল পাইলটের

ক্যালিফোর্নিয়ায় দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল পাইলটের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশো জায়গায় দাবানলের ঘটনা ঘটেছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। পুড়ে ছারখার হয়ে পড়েছে অনেক বাড়িঘর। এরই মধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবাহী হেলিকপ্টারে কেবল পাইলট নিজেই ছিলেন। কোলিংগা শহরের নিকট হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। সানফ্রান্সিসকো শহরের আশেপাশের বিপর্যস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। এসব এলাকায় দাবানল বাতাসের সঙ্গে দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে।

দাবানলের সবচেয়ে বিপর্যস্ত এলাকায় পরিণত হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার ভ্যাকেভিলে শহর। সানফ্রান্সিকো ও স্যাক্রেমেন্তোর মাঝামাঝিতে অবস্থিত শহরটিতে প্রায় ১ লাখ মানুষ বসবাস করছে। সেখানকার বাড়ি থেকে জনসাধারণকে সরিয়ে নিতে সারা রাত দরজায় দরজায় গিয়ে সহযোগিতা কার্যক্রম চালানো হয়েছে।

দাবানল কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাকেভিলেতে দাবানলে প্রায় ৫০টি বাড়ি পুড়ে গেছে। আরও ৫০টি বাড়ি আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ‘আগুনের ভয়াবহতা এত বেশি যে, এমনটা অনেক বছর ধরে আমরা দেখিনি।’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে