ভুঁইফোড় সংগঠনের দৌরাত্ম্য, ক্ষুব্ধ বিএনপি হাই কমান্ড

ভুঁইফোড় সংগঠনের দৌরাত্ম্য, ক্ষুব্ধ বিএনপি হাই কমান্ড

করোনাকালে ভার্চ্যুয়াল জগতে দেশে ও বিদেশে বিএনপিপন্থী ভুঁইফোড় সংগঠনের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় দলের হাই কমান্ড ব্যাপক ক্ষুব্ধ বলে জানা গেছে।

জানা গেছে, গত মার্চ মাসে দেশে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর প্রায় ৫ মাস বিএনপির সব সাংগঠনিক কর্মকাণ্ড নোটিশ দিয়ে বন্ধ রাখা হয়েছে।

সবশেষ ১৬ আগস্ট দলীয় নোটিশে জানানো হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় সব কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে মোবাইল ফোন ও ভার্চ্যুয়াল যোগাযোগ রাখতে বলা হয়েছে।

প্রায় ৫ মাস দলীয় কর্মসূচি না থাকায় বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের ব্যানারে ভার্চ্যুয়াল আলোচনা ও টকশো চলছে। এসব আলোচনা ও টকশোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা যারা দেশে ও বিদেশে অবস্থান করছেন তারা বিভিন্ন সময় তাদের মতামত তুলে ধরছেন। কারও কারও এসব বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দলীয় অনুমোদন নেই এমন কোনো সংগঠনের আলোচনা সভায় কেউ যেন কথা না বলে সে বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন।

তার নির্দেশের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকদের বরাবরে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, এই মর্মে সিদ্ধান্তক্রমে আপনাকে অবহিত করা যাচ্ছে যে, বহির্বিশ্বে কেন্দ্রের অনুমোদিত কমিটি ব্যাতিরেকে দলের নাম ব্যবহার করে কোনো সংগঠন বা ব্যক্তির কোনো ভার্চ্যুয়াল সভাসমাবেশ বা টেলিফোনে বক্তব্য প্রদানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। দলের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে