তিতাস গ্যাস টিঅ্যান্ডডি কোম্পানি লিমিটেডের ইএসএস শাখা, মেট্টো বিক্রয় বিভাগ-৪ এর সিনিয়র সুপারভাইজর তহুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর এ মামলাটি দায়ের করেন।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থে ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৮২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। মো. তহুরুল ইসলাম তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৩৫ হাজার ১৫৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর হাছানুর রহমানের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হলে, তিনি ২০১৯ সালের ৩১ অক্টোবর তারিখে স্বাক্ষর করে সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেন।