শ্রীলঙ্কায় ক্রিকেটারদের বার বার করোনা পরীক্ষা করানো হবে

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের বার বার করোনা পরীক্ষা করানো হবে

আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এই সফর নিয়ে তেমন শঙ্কা ছিল না। তবে করোনা পরিস্থিতি ভালো হলেও বেশ সতর্ক শ্রীলঙ্কা। ক্রিকেটারদের বার বার করোনা পরীক্ষা করাতে চায় তারা

মঙ্গলবার (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান জানান, ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং যাওয়ার আগেও করোনা পরীক্ষা করানো হবে। এরপর শ্রীলঙ্কায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে।

বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এজন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টিনে রাখতে হবে এবং ঘন ঘন পরীক্ষা করানো হবে। যেমন আমরা এখানে ১৮ তারিখ, ২১ তারিখ এবং যাওয়ার আগে একবার করাবো। সেখানে গিয়েও করাবো। যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। আল্লাহ না করুক এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। ‘

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি