পুতিন-শি জিনপিং-এরদোয়ান দাবাড়ু

পুতিন-শি জিনপিং-এরদোয়ান দাবাড়ু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘বিশ্বমানের দাবাড়ু’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট নেতা জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বমানের এসব দাবাড়ুদের সঙ্গে পেরে উঠবেন না বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।

সোমবার ট্রাম্প তার সমর্থকদের বলেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, পুতিন, চীনের প্রেসিডেন্ট শি ও তুরস্কের এরদোয়ান বিশ্বমানের দাবাড়ু। তারা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বাইডেন সম-অংশীদারিত্বের ভিত্তিতে তাদের সঙ্গে কাজ করতে পারবেন না। বাইডেন তার সেরা বছরগুলোতেও এ বিষয়ে দক্ষতা দেখাতে পারেননি।

ইরানও জো বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় দাবি করে ট্রাম্প আরও জানান, তিনি পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত না হলে চীন যুক্তরাষ্ট্রকে তাদের মালিকানায় নিয়ে নেবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি