ক্রিকেট দলের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর

ক্রিকেট দলের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী ২১ সেপ্টেম্বের থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। এর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে

আর ২০ সেপ্টেম্বর ক্রিকেটারদের টিম হোটেলে রাখা হবে

মঙ্গলবার (১৮ আগস্ট) মিরপুরের হোম ক্রিকেটে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি জানান, জাতীয় দল ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের দিকে। সেক্ষেত্রে জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার সময় দুই-এক দিন আগে-পরে হতে পারে।

আকরাম খান বলেন, ‘আমরা ১৮ তারিখে সবার (ক্রিকেটারদের) বাসায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করাবো। এরপর ইনশাআল্লাহ ২০ তারিখের দিকে হোটেলে রাখার চিন্তা-ভাবনা করেছি। এরপর অনুশীলন করবো ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাবো। আমরা চেষ্টা করবো ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দল দিয়ে দিতে। আমরা সংখ্যাটা একটু বাড়াবো, ২০ থেকে ২২ জনের চিন্তা-ভাবনা করেছি। কারণ কোভিড-১৯ নিয়ে যাওয়া যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। ‘

২১ তারিখ থেকে ক্যাম্প শুরু হলে জাতীয় দলের কোচিং স্টাফরা কবে আসবেন সেই প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টিনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবেন। ‘

সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি