চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই পার্থপাল (১০) ও প্রত্যয়পাল (৫)-এর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামের পরিমল পালের ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে। সদর মডেল থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে পরিমল পালের ছেলে পার্থপাল ফ্যানের সুই দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে তার ছোট ভাই প্রত্যয়পাল বাঁচাতে যায়। এসময় দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত