খুললো তামাবিল স্থলবন্দর

খুললো তামাবিল স্থলবন্দর

করোনাকালে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার খুললো সিলেটের তামাবিল স্থলবন্দর। স্বাস্থ্যবিধি মেনে ফের দুই দেশের মধ্যে চালু হলো পণ্য আমদানি-রফতানি।সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যের দ্বার খুলেছে। তবে ভ্রমণের জন্য পর্যটকদের যাতায়াত শুরু হয়নি।  তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক রুহুল আমিন বলেন, প্রথম দিনে বিকেল পর্যন্ত ভারত থেকে ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। তবে বাংলাদেশ থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি।তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে যানচলাচল করলেও দু’দেশের মধ্যে পর্যটকসহ বিভিন্ন কাজে নাগরিকদের যাতায়াত বন্ধ রয়েছে। কেবল করোনাকালে দু’দেশে আটকে পড়া নাগরিকরাই ফিরতে পারছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ববি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ববি শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ৮ ঘন্টা আটকে নির্যাতনের অভিযোগ