গেলো ১৫ বছরের মধ্যে প্রথমবার বর্তমান ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে পারছেন না। পর্তুগালের লিসবনে কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে ৮–২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় বার্সা।আর এরফলেই এবারের শেষ চারের আগে সেরা দুই ফুটবলারের বিদায় নিশ্চিত হয়েছে।এর আগে আসরটির শেষ ষোলোতে লিঁও’র বিপক্ষে য়্যূভেন্তুস হারলে পর্তুগিজ অধিনায়ক রোনালদো চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েন।শেষবার চ্যাম্পিয়নস লিগের ২০০৪–০৫ মৌসুমে মেসি ও রোনালদো সেমিফাইনাল খেলতে পারেননি। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে লিভারপুল।এছাড়া ২০০৬–০৭ মৌসুমের পর প্রথমবার কোনো স্প্যানিশ ক্লাব সেমিফাইনাল খেলতে পারছে না। সেবছরই রোনালদো শেষ চারে খেলেছিলেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।