সপ্তাহে তিনদিন চলবে ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট

সপ্তাহে তিনদিন চলবে ভার্চ্যুয়াল চেম্বার কোর্ট

 করোনা মহামারিকালে সপ্তাহে তিন দিন আপিল বিভাগের চেম্বার আদালতে (চেম্বার কোর্ট) ভার্চ্যুয়ালি বিচার কাজ চলবে বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুধু ভার্চুয়াল উপস্থিতিতে আপিল বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করে গত ৩১ মে বিজ্ঞপ্তি প্রচার করা করা হয়।  বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ১৬ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রোববার, মঙ্গলবার বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন