৩৬টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল চীন

৩৬টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল চীন

করোনাভাইরাসের কারণে চীন অন্যান্য দেশের নাগরিকদের সেদেশে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করতে দেয়া হচ্ছে। চীন মোটামুটি সাফল্যের সঙ্গেই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখনো কিছু কিছু জায়গায় নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন