হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে

হোয়াইট হাউসের বাইরে গুলি, সরানো হলো ট্রাম্পকে

হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ের সময় কোন ধরণের ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সাংবাদিকদের সামনে থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রায় দশ মিনিট পর ফিরে আসেন ট্রাম্প।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করার পর পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে কয়েক মিনিট পর ট্রাম্প ফিরে এসে জানান, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি সশস্ত্র ছিলো।

ট্রাম্প বলেন, ‘সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ।

মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, একজন পুরুষকে গুলি করা হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তি অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের কাছে এসেছিল। কোনো প্রশ্নের উত্তরে সাড়া না দিলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়।

সিক্রেট সার্ভিস এক টুইট বার্তায় জানায়, এতে করে হোয়াইট হাউসে কোনো জটিলতা তৈরি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিএনএন, গার্ডিয়ান

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাস চাপায় প্রাণ গেল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ভূমিহীন-গৃহহীন মুক্ত হচ্ছে চাঁদপুর জেলা