সারিয়াকান্দি পৌর এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ

সারিয়াকান্দি পৌর এলাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে পৌর এলাকায় জলাবদ্ধতার ফলে দুর্ভোগের শেষ নেই। পৌরসভার পক্ষ হতে গত প্রায় ১ সপ্তাহ ধরে শ্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশন করেও জলাবদ্ধতা দুর করা  সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতার ফলে কয়েক হাজার মানুষ পানিবন্দীতে দুর্ভোগে রয়েছে। 

সারিয়াকান্দি পৌরসভার জলাবদ্ধতা এলাকাগুলো  হলো হিন্দুকান্দি পুলিশ লাইন রাস্তার পশ্চিম পূর্বপাশের, কুঠিবাড়ি শাহাপারা,দক্ষিণ হিন্দুকান্দি, বাড়ইপাড়া । এসব এলাকায় জলাবদ্ধতার ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই।
পৌর এলাকায় জলাবদ্ধতার কারন হিসেবে অনেকেই জানান, জলাবদ্ধতা এলাকায় অসংখ্য পুকুর ডোবা ও জলাশয় ছিলো। অপরিকল্পিতভাবে এসব পুকুর ও ডোবা ভরাট করে ফেলায় জলাবদ্ধতায় পরে সারিয়াকান্দি পৌরসভা।

বগুড়ার  সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন জানান, জলাবদ্ধতা দূর করার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। ২টি শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে জলাবদ্ধতা কিছুটা উন্নতি হয়েছে। জলাবদ্ধতা দূর না হওয়া পর্যন্ত শ্যালো মেশিন দিয়ে সেচের মাধ্যমে পানি নিস্কাশন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের পিছনে,  হাসপাতাল কোয়াটার, শালুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিন্দুকান্দি ঈদগাহ মাঠ, যমুনা ও বাংগালি নদীর পানির স্তরের নিচে থাকায় ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার পানি নিস্কাশন সম্ভব হচ্ছে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত