ভারতে করোনার চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

ভারতে করোনার চিকিৎসা কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

ভারতের অন্ধ্রপ্রদেশে করোনা ভাইরাসের চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত এমন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবরে পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে প্রদেশটির বিজয়ওয়াড়ায় হোটেল স্বর্ণা প্যালেসে ভয়াবহ এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি রমেস হাসপাতালের তত্ত্বাবধানে করোনা রোগীর চিকিৎসা চলছিল।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। আগুণ নেভাতে দমকলবাহিনীর সদস্যরা প্রাণপণ চেষ্টা করছেন। আশঙ্কা করা হচ্ছে, হোটেলটিতে এখনো বেশ কয়েকজন আটকা পরে আছেন।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, অগ্নিকাণ্ডে ১৫-২০ জন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া এএনআই জানিয়েছে, ৫০ শয্যার ওই হোটেলটিতে অন্তত ৪৫ জন রোগী ভর্তি ছিল।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি