মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পাট জাগ দেওয়ার কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ৯ জন আহত হয়েছে। আহতরা হলেন, মালেক মাতুব্বর, কুঠুম মাতুব্বর, কামাল মাতুব্বর, চায়না বেগম, জামাল মাতুব্বর, কামাল মাতুব্বর, নূর জাহান বেগম, তাসলিমা বেগম, রাজিয়া বেগম। শুক্রবার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী নারগিস বলেন, সকালে জলাশয়ের কচুরিপানা নিয়ে কথা কাটাকাটির সময় আমার স্বামীকে বাচ্চু টেঁটা দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। বাচ্চুর সাথে সিরাজ মাদবর, খোকন মাদবর, খলিল মাদবর, রহমান মাদবরসহ আরো অনেকেই ছিল। আমি খুনিদের বিচার চাই।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কচুরিপানার ভাগ নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলেই পুলিশ পাঠাই। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।