পদ্মায় বিলীন হয়ে গেছে শিমুলিয়ার চার নম্বর ফেরিঘাট। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরেকটি ঘাট ভাঙনের আশঙ্কায় বন্ধ থাকায় একটি মাত্র ঘাট দিয়ে ফেরি চলাচল চালু রয়েছে।
জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘাটটিতে ভাঙন শুরু হয়। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পুরো ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ ঘাটটি ‘ভিআইপি ফেরিঘাট’ নামে পরিচিত ছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আরও একটি ফেরিঘাট ভাঙনের আশঙ্কায় থাকায় সেটি বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সীমিত আকারে একটি ঘাট দিয়ে ফেরি চলছে। ভাঙনের ফলে যানবাহন পার্কিংয়ের স্থানও ছোট হয়ে আসছে। ঘাটের দোকান সরিয়ে নেওয়া হচ্ছে।