লালমনিরহাট প্রতিনিধি
স্থায়ী ভাঙন রোধে তিস্তা নদীতে কার্যকর বাঁধ নির্মাণের দাবিতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে তিস্তা পাড়ের কয়েক হাজার মানুষ মানববন্ধন করেছে। সোমবার তিস্তার বাম তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত ৩ দিনে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সিংগিমারী ও দক্ষিণ বালাপাড়া গ্রামে ২ শতাধিক বসতভিটা তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ঈদের রাতেই প্রায় ৫০টি পরিবারের ঘর বাড়ি নদীতে ভেসে গেছে। ঘরবাড়িগুলো সরিয়ে নিতে পর্যাপ্ত জনবলের অভাবে চোখের সামনে নদী গর্ভে সব কিছু বিলীন হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি ক্ষতিগ্রস্তরা। ভাঙনের শিকার পরিবারগুলোর কয়েকজন কিছু ঘর রক্ষা করে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
মহিষখোচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, তিস্তা নদীর তীব্র ভাঙনে সিংগিমারী গ্রামটি মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। এখন দক্ষিন বালাপাড়া গ্রামে ভয়াবহ ভাঙন শুরু হয়ে গেছে। এভাবে ভাঙতে থাকলে কয়েক দিনে দক্ষিণবালা পাড়া গ্রামও তিস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যাবে এমনটাই দাবী তার।
এদিকে গ্রামবাসীরা নদীভাঙন রোধে এ গ্রামের মুখে জরুরী ভিত্তিতে বাঁধের দাবিতে সরকারের দৃষ্টি আর্কষণে মানববন্ধন করেছে। মানববন্ধনে কয়েক হাজার গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মহিষখোচা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধন বক্তব্য রাখেন, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম সেফাউল, স্থানীয় চিত্রশিল্পী বাবলু মিয়া, ব্যবসায়ী মানজেদুল ইসলাম ডলার ও সাবেক সেনা সদস্য মন্টু মিয়া প্রমুখ। তারা দ্রুত তিস্তা নদীতে বাঁধ নির্মাণের জোরালো দাবী করেন।