জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জকিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জকিগঞ্জে এক মাদক বিক্রেতার গুলিতে অপর এক মাদক বিক্রেতা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। নিহত মাদক বিক্রেতা উপজেলার খাদিমান গ্রামের আব্দুল মান্নান ওরফে মুন্না।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাসের জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে মাদক বিক্রেতা মান্নাকে থানায় নিয়ে যাওয়ার সময় অজর গ্রামের কাছে কয়েকজন মাদক বিক্রেতা তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে, এ সময় পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। মাদক বিক্রেতাদের গুলিতে পুলিশের হাতে গ্রেফতারকৃত মাদক বিক্রেতা মান্না গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকসহ প্রায় ১২ টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ আগস্ট জকিগঞ্জের মরিচায় কথিত বন্দুকযুদ্ধ বহিরাগত আব্দুস শহীদ ফুলু নামে এক ডাকাত নিহত হয়েছিল। এক বছরের ব্যবধানে জকিগঞ্জে এটি দ্বিতীয় ক্রসফায়ারের ঘটনা ঘটলো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত