সিলেট নগরীর আম্বরখানা এলাকায় এয়ারপোর্ট রোডের পাশে একটি পরিত্যক্ত স্থানে কয়েক হাজার কোরবানির পশুর চামড়া ফেলে রাখা হয়েছে। খবর পেয়ে আজ রবিবার দুপুর দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হকের মালিকানাধীন যায়গা এটি। রাতের আঁধারে জগন্নাথপুর থেকে তিনি চামড়াগুলো সেখানে ফেলেছেন। রবিবার সকালে স্থানীয়রা দুর্গন্ধের বিষয়টি সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে জানালে তিনি সেখানে যান এবং পরিস্থিতি দেখে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন। সেই সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সাথে নিয়ে চামড়াগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করেন।
এ ব্যপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এবার করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে কোরবানির বর্জ্য ও চামড়ার দ্রুত অপসারণের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে প্রায় ১২০০ কর্মী নিয়ে শনিবার সকাল থেকে নগরী পরিষ্কারে নামে সিটি কর্পোরেশন এবং ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সফলও হয়।
তিনি আরও বলেন, দুপুরে আমি যখন মনিটরিংয়ে বের হই তখন আম্বরখানা এলাকার লোকজসন আমাকে এ বিষয়ে অভিযোগ করেন। সেখানে এসে দেখি প্রচুর পঁচা চামড়া ফেলে রাখা। সাথে সাথে আমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেন। সেই সাথে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে চামড়াগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করি।
মেয়র বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি গভীর রাতে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হকে শেরীন এই জায়গার মালিক এবং তিনি নিজেই জগন্নাথপুর থেকে চামড়াগুলো এনে এখানে ফেলেছেন। আমি মুঠোফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি দুঃখ প্রকাশ না করে উল্টো দম্ভোক্তি করেন।’
তবে এ ব্যাপারে ইউপি চেয়রাম্যান মাহবুবুল হকে শেরীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।