যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে টিকটক:  ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে নিষিদ্ধ করতে যাচ্ছেন। বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি শনিবারেই এনিয়ে নির্বাহী আদেশে সাক্ষর করতে পারেন। তিনি আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্র থেকে তাদের নিষিদ্ধ করে দিচ্ছি।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের এই অ্যাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এই অ্যাপের মাধ্যমে চীন আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছেন।

তবে টিকটক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ নাকচ করেছে।

দেশটিতে টিকটকের ৮ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। ট্রাম্পের এই ঘোষণা তাই টিকটক কর্তৃপক্ষের জন্য ভালই ক্ষতি বয়ে আনবে।

এর আগে গতকাল শুক্রবার টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্স ও মাইক্রোসফট এর মধ্যে আলোচনা হয়। আলোচনায় মাইক্রোসফট যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা কিনে নেওয়ার ব্যাপারে কথা হয়। কিন্তু তা ভেস্তে যায়। এরপরই আজ ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো।

ইতোমধ্যে ভারতেও নিষিদ্ধ হয়েছে টিকটক। বিশ্বব্যাপী চীনের এই অ্যাপ ব্যাপক জনপ্রিয়। বিবিসি, রয়টার্স, সিএনএন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল