ভারতের পাঞ্জাবের বিভিন্ন জেলায় বিষাক্ত মদপানে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে রাজ্য সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাতের পর থেকে অমৃতসর, বাটালা ও তরন তারন জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত ২৯শে জুলাই অমৃতসরের তারসিক্কা এলাকার মুচ্চাল ও টাংরা গ্রামে প্রথম পাঁচজনের মৃত্যু হয়। শুক্রবার বাটালায় পাঁচজন ও তারনে চার জনের মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত আট অভিযুক্তকে আটক করেছে পুলিশ।