স্বাস্থ্যের দুর্নীতিতে সচিব-মন্ত্রী থাকলেও আপোস নয় : দুদক

স্বাস্থ্যের দুর্নীতিতে সচিব-মন্ত্রী থাকলেও আপোস নয় : দুদক

স্বাস্থ্যখাতে দুর্নীতিবাজদের সহযোগী হিসেবে মন্ত্রী, সচিব বা সাবেক ডিজি যার নামই উঠে আসুক না কেন, দুদকের অনুসন্ধানে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান।

বছর খানেক আগে দুর্নীতি প্রতিরোধে স্বাস্থ্য খাতকে দেয়া দুদকের সুপারিশ কেন বাস্তবায়ন করা হয়নি তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

হাসপাতালের অনুমোদন না থাকলেও ২১ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে করোনাভাইরাসের চিকিৎসা নিয়ে সমঝোতা স্মারক হয় রিজেন্ট হাসপাতালের। করোনার টেস্ট না করে রিজেন্ট হাসপাতালের ভুয়া রিপোর্ট দেয়ার ঘটনা বেরিয়ে আসে এর কিছু দিনের মধ্যেই। জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠে আসে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, সহ-অধিনায়ক তাসকিন