সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আমরা তাতে ভয় পাই না। সরকার মামলা দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না। ভিপি নূরের নামে আজ সকালেও আরও দুটি মামলা হয়েছে। বক্তারা বলেন, সরকার আমাদের ওপর মামলা করছে, হামলা করছে। বাংলাদেশের জনগণ এসব মেনে নেবে না। আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী কায়দায় আজ রাজত্ব করছে। আমরা কোন দলের বিপক্ষে নই। আমরা মামলা, হামলা, অন্যায়, গুম এবং এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।
তারা আরও বলেন, আজকে কথায় কথায় এই সরকার মামলা দেয়। কেন মামলা দেওয়া হয়? কারণ, আমাদের প্রতিবাদ থামিয়ে দেওয়ার জন্য। প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য। সাংবাদিকরাও এখন স্বাধীন নয়। আপনারা দেখছেন আমাদের ওপর বারবার হামলার চেষ্টা করা হচ্ছে। সুযোগ পেলেই আমাদের ওপর হামলা করা হয়।