জর্জিয়ায় ৫৪তম এডিবির  বার্ষিক সভা

জর্জিয়ায় ৫৪তম এডিবির  বার্ষিক সভা

ঢাকাএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৪তম বার্ষিক সভা জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবির বহিঃসম্পর্ক বিভাগের টিম লিডার গোবিন্দ বার বলেন, এডিবির ৫৪তম বার্ষিক সভা জর্জিয়ায় অনুষ্ঠিত হবে। ৫৩তম বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।

জর্জিয়া কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত স্থলযোটক দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পশ্চিমে অবস্থিত রাষ্ট্র। দক্ষিণ ককেশাসের অন্য রাষ্ট্রগুলো হলো— আজারবাইজান ও আর্মেনিয়া।

করোনা ভাইরাস সংকটের কারণে দক্ষিণ কোরিয়ার ইনচেনে এডিবির ৫৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ভার্চ্যুয়ালি। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়। এতে একটি আনুষ্ঠানিক ব্যবসায়িক অধিবেশন এবং এ বিষয়ে নানা অভিজ্ঞতা শেয়ার করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় যাতায়াতে বিধিনিষেধ ছিল। কোভিড-১৯ এ অব্যাহত স্বাস্থ্যঝুঁকির ফলে দক্ষিণ কোরিয়া চায়নি এ বৈঠক অনুষ্ঠিত হোক। পরে দক্ষিণ কোরিয়া সরকার শারীরিকভাবে উপস্থিত না হয়ে বৈঠক করতে সম্মত হয়। সভা শেষে সিদ্ধান্ত হয় এডিবির ৫৪তম সভা জর্জিয়ায় অনুষ্ঠিত হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

২৬ দিনে প্রবাসী আয় ২৩ হাজার ৩৯২ কোটি টাকা

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন চলছে