‘চরম মূল্য দিতে হবে’ সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে

‘চরম মূল্য দিতে হবে’ সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে

নওগাঁ: সিন্ডিকেট করে চালের দাম বাড়ালে ব্যবসায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

কোনো ব্যবসায়ী এ মহূর্তে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানোর চেষ্টা করলে তাকে ছাড়া দেওয়া হবে না বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার উপজেলার প্রতিবন্ধী ও অসহায় জনগণের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কৃষক ও ভোক্তাদের সঙ্গে সমন্বয় করে চাল আমদানি নীতিমালা করেছে সরকার। যাতে কৃষকদের ন্যায্য মূল্য দেওয়ার পাশাপাশি ভোক্তরাও সুলভ মূল্যে চাল কিনতে পারেন। যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হবে।

এসময় উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি