৯৯৯ ফোন, স্ত্রীকে খুন করে

৯৯৯ ফোন, স্ত্রীকে খুন করে

চট্টগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে শারমিন সুলতানা রিনি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী আবদুর রহিম। পরে ঘাতক নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে খুনের বিষয়টি জানান।

বৃহস্পতিবার রাতে জেলার সাতকানিয়া ঢেমশা ইউনিয়নে মর্মান্তিক এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পরকীয়ার অপবাদ দিয়ে রিনিকে হত্যা করে স্বামী রহিম। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।

পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে এবং রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় গৃহবধূর বাবা শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম পুলিশকে জানায়, ৯ বছর আগে রিনির সাথে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রহিম প্রায় স্ত্রীকে চরিত্র খারাপ এবং ইয়াবা সেবনের অপবাদ দিয়ে মারধর করত। বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে রিনিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে আবদুর রহিম।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি