নন-কোভিড ঘোষণা ঢাকার ৩ হাসপাতাল

নন-কোভিড ঘোষণা ঢাকার ৩ হাসপাতাল

ঢাকা: রাজধানীর তিনটি ডেডিকেটেড কোভিড হাসপাতালকে কার্যক্রম বাতিল করে প্রয়োজনে নন-কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় এক আদেশে রাজধানীর বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল এবং কুড়িলের বসুন্ধরা কোভিড হাসপাতালকে নন-কোভিড ঘোষণা করে।

এতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রয়োজনে এই তিনটি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য ডেডিকেটেড ঘোষণা করা হয়েছিল।

‘বর্তমানে তিনটি হাসপাতালে সাধারণ বেড এবং আইসিইউ বেডে কোনো রোগী না থাকায়/সংখ্যা একেবারেই কমে যাওয়ায় উক্ত হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন-কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

এ আদেশে হাসপাতালগুলোর কোভিড-১৯ সংক্রান্ত সব আদেশ বাতিল করা হলো এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১