অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সিটিজেন চার্টার

অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সিটিজেন চার্টার

সেবা গ্রহীতাদের কাছ থেকে বাড়তি ফি পরিহার, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে জেলার সব সাব রেজিস্ট্রি অফিসে সিটিজেন চার্টার দৃশ্যমান করার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে মৎস্য সম্পদ রক্ষায় এবং নদী-নালা ও খাল-বিলের পানির প্রবাহ স্বাভাবিক রাখতে সব স্থানে অবৈধভাবে পেতে রাখা সুঁতি জালের স্থাপনা অপসারণের জন্যও জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।  জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, প্রতিটি উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিসে সাধারণ মানুষ নানাভাবে একটি সিন্ডিকেট চক্রের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন। নির্ধারিত ফি’র চেয়ে বেশি পরিমাণ টাকা আদায় করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে সব সময়ই সোচ্চার রয়েছে। তাই সব সরকারি অফিসসহ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে সিটিজেন চার্টার দৃশ্যমান করতে হবে। জনসাধারণের কাছ থেকে বাড়তি ফি
আদায় পরিহার করে শুধুমাত্র সরকারি ফি আদায়ের মাধ্যমে মানুষের সঠিক সেবা নিশ্চিত করতে হবে।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সব সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রতিটি
উপজেলা কমপ্লেক্স ও বাসভবনকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশকে আরো সোচ্চার হতে হবে। রাস্তাঘাটে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। এ ব্যাপারে পুলিশকে সর্তক
দৃষ্টি রাখতে হবে, প্রয়োজনে পুলিশি টহল আরো জোরদার করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, জজ র্কোটের পিপি সিরাজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা পরিষদ
চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাকিস্তানের বিলম্বের সুযোগ নিয়ে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি করল বাংলাদেশ

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান