ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল যোগদান করতে ঢাকায় আসতে পারছে না।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালক পর্যায় পূর্ব নির্ধারিত এ সীমান্ত সম্মেলনটি (ডিজিএলটি) ১৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল। এ সম্মেলনে বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব প্লেন নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের প্লেনের কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে বিএসএফ প্রতিনিধিদল ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারছে না বলে জানিয়েছে।
শরিফুল ইসলাম জানান, এ কারণে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে (ডিজিএলটি)-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরে এ সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হবে।