কুষ্টিয়ার তিন থানায় ওসি পদে রদবদল

কুষ্টিয়ার তিন থানায় ওসি পদে রদবদল

কুষ্টিয়া: কুষ্টিয়ার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৬ আগস্ট দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান মারা যান। এরপর থেকে পদটি ফাঁকা ছিল। ১২ সেপ্টেম্বর রাতে খোকসা থানার ওসি জহুরুল ইসলামকে দৌলতপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একসঙ্গে কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মস্তফাকে খোকসা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পিরোজপুর জেলার সরূপকাঠি থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে কুষ্টিয়া সদর মডেল থানার ওসি করা হয়েছে। এরই মধ্যে কুষ্টিয়া সদর থানার ওসি হিসেবে কামরুজ্জামান তালুকদার যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি