নারী পুলিশের ১৮০ সদস্য শান্তিরক্ষা মিশনে কঙ্গো পৌঁছলেন

নারী পুলিশের ১৮০ সদস্য শান্তিরক্ষা মিশনে কঙ্গো পৌঁছলেন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো পৌঁছেছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট। নারী পুলিশের ১৮০ সদস্য বাংলাদেশ সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কঙ্গো পৌঁছান।

আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। এতে বলা হয়, শুক্রবার কঙ্গো পৌঁছে দেশটির বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় যান এবং মিশনের দায়িত্বভার গ্রহণ করে।

এতে আরও জানানো হয়, নারী সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার।   বাংলাদেশ পুলিশ ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) পাঠাচ্ছে ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

এমভি আবদুল্লাহর নাবিকরা স্বজনদের কাছে ফিরছেন মঙ্গলবার 

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু