বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

ট্টগ্রাম২০১৮ সালে নগরের বায়েজিদ ও চান্দগাঁও থানায় দায়ের হওয়া মোট ১৩টি নাশকতা মামলায় বিএনপির ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় ১৮ জনকে জামিন, ৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ও ১০ জনকে সময় দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- শাহাদাত, রাশেদ, আবদুর রশিদ টিটু, আবদুল্লাহ আল হারুন, মামুন আলম, হিরু, আজগর, রুবেল, লুৎফুর রহমান, মহিউদ্দীন মুকুল, সেলিম, রফিক, শিহাব, দিলশাদ, মো. আবছার উদ্দিন, লিয়াকত আলী জসিম, মহসিন, বাহাদুর, নেজাম উদ্দিন।

এদের মধ্যে আবদুল্লাহ আল হারুন বায়েজিদ থানা বিএনপির থানা সভাপতি, মো. আবছার উদ্দিন যুগ্ম সম্পাদক, লিয়াকত আলী জসিম ক্রীড়া সম্পাদক, মামুন আলম জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, নেজাম উদ্দিন সহ-সভাপতি বলে জানা গেছে।

জালালাবাদ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নেজাম উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহিমের বড় ভাই। আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইব্রাহিমের আরেক ভাই নাশকতা মামলার আসামি জামিন পেয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতার ১৩টি মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ৩০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় ১৮ জনকে জামিন, ৬ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ও ১০ জনকে সময় দিয়েছেন আদালত।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

ছাত্রলীগ জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে: মির্জা ফখরুল