মেসিকে  রাখায় অনেক ‘লাভ’ হলো বার্সার

মেসিকে  রাখায় অনেক ‘লাভ’ হলো বার্সার

যাব যাব করেও যাওয়া হলো না মেসির বহু নাটকীয়তার পর আরও এক মৌসুম ক্যাম্প ন্যূয়েই থেকে যেতে হচ্ছে তাকে

আর এতে তার কতটা লাভ বা ক্ষতি হলো তা সময়ই বলে দেবে, তবে ক্লাবের ইতিহাসের সেরা তারকাকে ধরে রাখতে সক্ষম হওয়ায় কাতালান জায়ান্টদের কিন্তু ঠিকই বিশাল লাভ হয়েছে

মেসিকে ধরে রাখায় শুধু মাঠের খেলায় নয় ক্লাব হিসেবে অনেকভাবেই লাভবান হবে বার্সা। শুধু ক্লাব হিসেবে কেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় লাভবান হবে পুরো বার্সেলোনা শহরটাই। সেটা কীভাবে, তা জানতে বেশ কয়েকজন শীর্ষ শিল্প বিষয়ক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা।

‘এসপিএসজি কনসাল্টিং’ নামক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কার্লোস কান্তোর মতে, মেসিকে খেলতে দেখার জন্য দর্শকদের যে ভিড় হয় তাতে বিপুল পরিমাণ টিকিট বিক্রি করতে পারে বার্সা। তিনি বলেন, ‘টিকিটের ক্ষেত্রে বিশ্বসেরা খেলোয়াড়ের খেলা দেখতে অনেক পর্যটক ২০০ কিংবা ৩০০ ইউরো খরচ করেন। (পুরো স্পেনে) প্রায় ১০ ভাগ পর্যটকের প্রথম পছন্দ বার্সেলোনা। যদি বিশ্বসেরা খেলোয়াড় সেখানে না থাকেন, তাহলে ওই শহরের ওপর এর প্রভাব পড়বেই। ’

‘অক্টাগন’ নামের একটি ক্রীড়া বিপণন বিষয়ক এজেন্সির ডিরেক্টর জেনারেল দাভিদ সেরাহিমা বলেন, ‘আমি নিশ্চিত মেসি যদি সেখানে না থাকেন, তাহলে টিকিটি বিক্রির ক্ষেত্রে এর বড় প্রভাব পড়বেই। ’

সমর্থক ও পর্যটকরাই যে শুদু মেসির কারণে বার্সেলোনার প্রতি আকর্ষিত হন তা নয়। কান্তোর মতে, ‘অ্যাকাডেমিগুলোর দিকে তাকিয়ে দেখুন, একজন শিশুর জন্য মেসির ক্লাবের হয় খেলাই গুরুত্বপূর্ণ। বার্সেলোনা ব্র্যান্ড হিসেবে গুরুত্বপূর্ণ, কিন্তু মেসি থাকলে, সেটা বোনাস। ’

মাঠের খেলা বাদেও, মেসির থাকা না থাকার ওপর বার্সার আর্থিক অবস্থাও নির্ভরশীল। ‘দ্য কানেক্ট’ এর প্রতিষ্ঠাতা রায়দে লুইস বায়েস বলেন, ‘আমাদের মনে রাখতে হবে মেসির জার্সি বিক্রি করে প্রায় ২ মিলিয়ন ইউরো আয় করে বার্সা। এটা অনেক বড় অংকের অর্থ এবং এটা এমন এক পরিমাণ যা সহজে মিলবে না। ’

বার্সার মতো ক্লাবের জন্য পৃষ্ঠপোষকতা থেকে আয় অনেক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে বায়েস বলেন, ‘আমার জানা মতে, মেসিকে হিসাবে রেখেই বেশকিছু চুক্তি করবে বার্সা। যেদিন তিনি চলে যাবেন, ক্লাবের স্পন্সরশিপ আয় কমে যাবে- যা পরিমাণ প্রায় ৩০ শতাংশ। ’

মেসিকে ধরা রাখায় লা লিগারও লাভ হয়েছে অনেক। তবে তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। এ নিয়ে সেরাহিমা বলেন, ‘উসাইন বোল্ট কিংবা মাইকেল ফেলপস অবসর নেওয়ার অলিম্পিকের যেমন ক্ষতি হয়েছে এবং রজার ফেদেরার উইম্বল্ডনে না খেললে যেমনটা হয় না, লা লিগার ক্ষেত্রে তেমনটা হয় না। কারণ অলিম্পিকের মতো একটি নাম কিংবা খেলোয়াড়ের ওপর সেভাবে নির্ভরশীল নয় লা লিগা। তারা তারকাদের চেয়ে নিজেদের ব্যান্ডকে বেশি গুরুত্ব দেয়। ’

তবে মেসি চলে গেলে লা লিগাও যে ক্ষতিগ্রস্ত হতো তা স্বীকার করছেন সব বিশেষজ্ঞই। কারণ এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘটনায় লা লিগার জনপ্রিয়তা অনেকটা কমে গিয়েছিল। মেসি চলে গেলে তা আরও কমতো তা বলার অপেক্ষা রাখে না। তবে আজ হোক, কাল হোক মেসি তো যাবেনই। তাই বিকল্প তারকা খুঁজে পাওয়াও লা লিগার জন্য গুরুত্বপূর্ণ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত