উন্মুক্ত খাস জলাশয় পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে সরকার

উন্মুক্ত খাস জলাশয় পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে সরকার

ঝালকাঠি: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু-এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশ মাছ চাষে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। যেসব উন্মুক্ত খাস জলাশয়গুলো দখলে আছে, সরকার সেগুলো পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে।

এসব জলাশয়ে মাছ চাষ করা হবে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, বিদেশে যাতে মাছ রপ্তানি করা যায়, সে ব্যবস্থাও করা হবে। যারা ব্যক্তিগত পুকুর থাকা সত্ত্বেও মাছ চাষ করছেন না, তারা মাছ চাষে আগ্রহী হলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান সাবেক এ মন্ত্রী।

উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃঞ্চ ওঝা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান প্রমুখ।

উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচি শুরু করা হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি