কারাগারে নাশকতা মামলায় ১১ বিএনপি নেতাকর্মী

কারাগারে নাশকতা মামলায় ১১ বিএনপি নেতাকর্মী

চট্টগ্রাম২০১৮ সালে নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

 

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীরা হলেন- সোহেল, রিদোয়ান, বাদশা, আলমগীর, হামিদ, মহিউদ্দীন, সরোয়ার, সেলিম, মোতালেব, মাহবুব, নুরুল আবছার। এদের মধ্যে আলমগীর চান্দগাঁও থানা যুবদলের যুব বিষয়ক সম্পাদক, সারোয়ার ধর্ম বিষয়ক সম্পাদক, সেলিম ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী বলেন, নাশকতা মামলায় বিএনপির নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সোমবার তারা মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষে আমি বিরোধিতা করি। আদালত শুনানি শেষে ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় কয়েকজন আসামিকে বয়স ও শারিরীক অসুস্থতা বিবেচনায় আদালত জামিন দেন বলে জানান অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

প্রধান উপদেষ্টা বরাবর সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি

পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচনের ঘোষণা দিলেন নুর