৩ ছেলে সন্তানের জন্ম

৩ ছেলে সন্তানের জন্ম

নাটোরনাটোরের বাগাতিপাড়া উপজেলায় একসঙ্গে তিন যমজ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন জলি বেগম (৩৮) নামে এক গৃহবধূ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) উপজেলার দয়ারামপুরের মজুমদার ক্লিনিকে তিনি এই যমজ সন্তানের জন্ম দেন।

জলি বেগম বাগাতিপাড়া উপজেলার কোয়ালীপাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে প্রসব ব্যথা নিয়ে জলি বেগম ওই ক্লিনিকে ভর্তি হন। এরপর কোনো ধরনের অস্ত্রোপাচার ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে মা জলি বেগম একে একে তিন সন্তানের জন্ম দেন। নবজাতক তিনজনই ছেলে সন্তান। স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুরে নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। তবে মা ও তিন সন্তানের সবাই সুস্থ রয়েছে।

জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন জানান, তিনি স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। ২০০১ সালে তিনি জলি বেগমকে বিয়ে করেন। এরপর তিন কন্যা সন্তানের জন্ম হয়। তবে সেগুলো যমজ ছিল না। একটা ছেলে সন্তান না হওয়ায় কষ্ট অনুভব করতেন। এরপর হঠাৎই তার স্ত্রী গর্ভধারণ করেন। অবশেষে আজ এক সঙ্গে ৩ যমজ সন্তানের জন্ম হয়।

একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম হওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেলাল উদ্দিন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি