ট্রেন-বাসে যাত্রীর ভাড়া না নেওয়ার পরিকল্পনা

ট্রেন-বাসে যাত্রীর ভাড়া না নেওয়ার পরিকল্পনা

ইট আউট টু হেলপ আউট স্কিমের সফলতার পর এবার সেন্ট্রাল লন্ডনের অর্থনীতি বাঁচাতে নানান পরিকল্পনার কথা শোনা যাচ্ছে।

এরই অংশ হিসেবে লন্ডনকে আবারও ব্যস্ততম নগরীতে পরিণত করতে ট্রেন, বাসে যাত্রার প্রথম ভ্রমণ ফ্রি করার পরিকল্পনা করছে দেশটির সরকার। এতে করে সেন্ট্রাল লন্ডনের দোকান, অফিসসহ কর্মক্ষেত্রে কর্মীদের ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

করোনা মহামারির কারণে সেন্ট্রাল লন্ডনের ব্যবসা-বাণিজ্যে বিশাল ধস নেমে এসেছে। প্রতিদিনই বন্ধ হচ্ছে বিভিন্ন কোম্পানির একাদিক স্টোর। ছাঁটাই হচ্ছে কর্মী।

ধারণা করা হচ্ছে, ফ্রিতে ট্রেন, বাস ব্যবহারের সুযোগ পেয়ে কর্মজীবীরা আবারও অফিসে যেমন ফিরে যাবেন তেমনি সাধারণ মানুষ দোকান, রেস্তোঁরা, জাদুঘর এবং গ্যালারিতে ঘুরতে যেতে উৎসাহিত হবেন।

ইভিনিং স্ট্যান্ডার্সের এক রিপোর্টে বলা হয়েছে, লন্ডনের নতুন ট্রান্সপোর্ট কমিশনার অ্যান্ডি বাইফোর্ড এই পরিকল্পনা নিয়ে মিনিস্টার ফর লন্ডন পল স্কলির সঙ্গে আলোচনা করেছেন। সরকার আর্থিক সহযোগিতার আশ্বাস দিলে ট্রান্সপোর্ট ফর লন্ডন এই পরিকল্পনা নিয়ে এগোতে চায়।

স্কলি জানিয়েছেন, সরকার নগরীতে মানুষকে আগের মতো ফিরিয়ে আনতে সব পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর টিএফএল জানিয়েছে, সামনের মাসগুলোতে লন্ডনের বাসিন্দাদের ফিরিয়ে আনতে একাধিক বিকল্প বিবেচনা নিয়ে কাজ করছে তারা।

এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, সেন্ট্রাল লন্ডনের অর্থনীতি বাঁচাতে সরকারকে অগ্রাধিকারভিত্তিতে পরিকল্পনা নিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, মানুষ যদি অর্ধেক দামে লন্ডনে আসতে পারে এবং নিরাপদ মনে করে, তাহলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
একটি সূত্র জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ওয়ানওয়ে ট্রান্সপোর্ট ফ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত