ঢাকা: ভিয়েতনাম থেকে প্রতারিত হয়ে ফেরত প্রবাসী শ্রমিকদের গ্রেফতার ও হয়রানির নিন্দা এবং প্রতারক রিক্রুটিং এজেন্টদের শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
শনিবার (৫ সেপ্টেম্বর) সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ ভিয়েতনামে আটক এবং বাংলাদেশে ফিরে আসা ৮১ জন প্রবাসী শ্রমিককের গ্রেফতার ও হয়রানির নিন্দা জানান। অবিলম্বে তাদের মুক্তি এবং প্রতারণার দায়ে অভিযুক্ত রিক্রুটিং অ্যাজেন্সির শাস্তিও দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, এসব কর্মকাণ্ড যে শুধু প্রবাসীদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আসে তাই নয়, দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করে। দেশের রেমিটেন্স আয়ের জন্য যাদের এত অবদান, তাদের প্রতি অবহেলা, দেশে-বিদেশে অপমান ও লাঞ্চনা কোনোভাবেই কাম্য নয়।
করোনাকালে যে সমস্ত প্রবাসী বিদেশে আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নেতৃবৃন্দ জোর দাবি জানান।